পারমাণবিক বোমা বানানোর সক্ষমতা থাকলেও ইচ্ছা নেই ইরানের

তারিখ: 2022-08-02
news-banner

আন্তর্জাতিক ডেস্কঃ  দেশটির পারমাণবিক সংস্থার প্রধান মোহাম্মদ এসলামি এ কথা বলেন। তেহরানের বিরুদ্ধে গোপনে পারমাণবিক অস্ত্র তৈরি করার অভিযোগ রয়েছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর। এ জন্য ইরানকে চাপে রাখতে একের পর এক নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। যদিও ইরান সব সময় দাবি করে আসছে- তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণ উদ্দেশ্যে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির জ্যেষ্ঠ উপদেষ্টা কামাল খাররাজি গত জুলাই একই মন্তব্য করেছিলেন। গত ১৭ই জুলাই আল-জাজিরা চ্যানেলে প্রকাশিত মন্তব্যে মি. খাররাজি বলেছিলেন "একটি পারমাণবিক বোমা বানানোর কারিগরী ক্ষমতা ইরানের আছে কিন্তু এটা তৈরি করার কোন সিদ্ধান্ত ইরান নেয়নি।

উল্লেখ্য, ইরান ইতোমধ্যে ৬০ শতাংশ পর্যন্ত বিশুদ্ধ ইউরেনিয়াম মজুদ করছে। যা ২০১৫ সালের স্বাক্ষরিত পরমাণু চুক্তির নির্ধারিত সীমা থেকে ৩ দশমিক ৬৭ শতাংশের অনেক বেশি। ২০১৮ সালে ওই চুক্তি থেকে যুক্তরাষ্ট্র বের হয়ে গেলে চুক্তিটি কার্যত ভেস্তে যায়। তবে যুক্তরাষ্ট্রে জো বাইডেন ক্ষমতায় আসার পর চুক্তিটি পুনরায় সচল করা নিয়ে কূটনীতিক তৎপরতা চলছে। গত রবিবার চুক্তিবিষয়ক ইরানের শীর্ষ আলোচক বলেছেন, পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার লক্ষ্যে ইউরোপীয় ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেপ বোরেলের প্রস্তাবে সাড়া দিয়েছে ইরান। একই সঙ্গে দেশটি এই আলোচনার দ্রুত সমাপ্তি চায় বলে জানিয়েছেন তিনি।     





আপনার মন্তব্য ছেড়ে দিন