শ্রীপুরে মানসিক ভারসাম্যহীন যুবকের রহস্যজনক মৃত্যু, স্বজনরা বলছেন বিষপানে আত্মহনন!

তারিখ: 2022-09-30
news-banner
মো. জাকির মড়ল : গাজীপুরের শ্রীপুরে মানসিক ভারসম্যহীন যুবক রফিকুল (৩৫) এর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্বজনরা বলছেন, বিষপানে আত্মহনন করেছে। পুলিশ বলছে পরিবারের পক্ষ থেকে আবেদন করায় লাশ পোস্টমর্টেমে পাঠানো হয়নি।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর ২০২২) সকালে ছয়টায় উপজেলার কাওরাইদ ইউনিয়নের পূর্ব সোনাব গ্রামের মৃত নায়েব আলীর সন্তান রফিকুল ইসলাম মারা যায়। তার পরিবারের সকলেই বলছেন, সে বিষপানে আত্মহত্যা করেছে। 

আত্মহননকারীর বড় ভাই রিয়াজ উদ্দিন (৫০) বলেন, আমার ভাই বেশ কয়েকবছর প্রবাসে ছিল। প্রবাসে যাওয়ার আগেও ভালো ছিল। দেশের বাইরে থেকে আসার পর সে মানসিক ভারসম্যহীন হয়ে পড়ে। রফিকুল শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিল, সে কারনে-ই মাঝেমধ্যে "বিষ খেয়ে মারা যাবো" এমন কথা বলতো সে।

প্রতিবেশী সোহাগ ও আতাউর রহমান বলেন, সকালে বিষ খাওয়ার পর তাদের বাড়ির মানুষ একজন আরেকজনকে প্রতক্ষদর্শী এক প্রতিবেশী বলতে শুনেছেন, তারা বলছেন, গোবর এনে খাইয়ে দেন। তারা চিকিৎসার জন্য হাসপাতালে নেয়ার কোনও চেষ্টা-ই করেননি। এর কিছু সময় পর মানসিক ভারসম্যহীন রফিকুল মারা যায়। এর কয়েকদিন আগেও রফিকুল আমাকে বলেছে, তার বড় ভাই রিয়াজ উদ্দিন তাকে মারধর করতো। 

এ বিষয়ে শ্রীপুর থানার এসআই মো. ফুরকান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে যাই। রফিকুল মানসিক ভারসম্যহীন এমন মেডিকেল কাগজপত্র দেখেছি। সে মানসিক বিকারগ্রস্ত হয়ে বিষপানে আত্মহত্যা করেছে এতে কোনও সন্দেহ নেই। এরপর পরিবারের আবেদনের প্রেক্ষিতে মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়নি।

আপনার মন্তব্য ছেড়ে দিন