শেরপুরে ঘুরতে গিয়ে নৌকাডুবি ॥ স্কুলছাত্রের মৃত্যু

তারিখ: 2022-08-07
news-banner
মোঃ নমশের আলম, শেরপুর প্রতিনিধিঃ শেরপুরের ঝিনাইগাতীতে পাঁচ বন্ধু মিলে ঘুরতে গিয়ে নৌকাডুবিতে রওনক নাহিদ (১৪) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার (৫ আগস্ট) সন্ধ্যায় উপজেলার কাঁটাখালি ব্রিজ এলাকায় ডাকুরী নদীতে এ ঘটনা ঘটে।

নাহিদ শেরপুর শহরের সজবরখিলার আহমদ ট্রেডার্স এর মালিক মহিউদ্দিন মামুনের ছেলে। সে শেরপুর শহরের আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাই স্কুলের অষ্টম শ্রেণির ছাত্র ছিল। ওই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। শনিবার সকাল ১০টায় শহরের মৈত্রীবাড়ি মাঠে নাহিদের নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।

নিহতের পরিবার জানায়, শুক্রবার বিকেল ৫টার দিকে রওনক নাহিদ, নিনাদ, পরশ, প্রান্তিক ও উদয়সহ ৫ বন্ধু মিলে ঝিনাইগাতী উপজেলার কালিবাড়ী বাজার এলাকায় কাটাখালি বিলে একটি ছোট নৌকা ভাড়া করে ঘুরতে যায়। নৌকাটিতে ২ জন স্থানীয় মাঝি ছিল। এক পর্যায়ে নৌকায় পানি উঠতে শুরু করলে মাঝিরা দ্রুত সেটিকে পাড়ে আনার চেষ্টা করেন। তবে পাড়ের কাছাকাছি এসে নৌকাটি ডুবে যায়। ওইসময় রওনক নাহিদসহ সবাই পানিতে ডুবে যায়।

ওই পাঁচ বন্ধুর কেউই সাঁতার জানত না। পরে মাঝিরা পানিতে নেমে দ্রুত সবাইকে উদ্ধার করে। মুমূর্ষু অবস্থায় শেরপুর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক নাহিদকে মৃত ঘোষণা করেন। তবে চার বন্ধুকে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ঘটনাটি জেনেছি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মন্তব্য ছেড়ে দিন