ইউক্রেনের পূর্বাঞ্চলে রূশ গোলাবর্ষণ, নিহত ৮

তারিখ: 2022-08-04
news-banner
আন্তর্জাতিক ডেস্কঃ
পূর্ব ইউক্রেনের দোনেতস্ক অঞ্চলের তোরেতস্ক শহরে আর্টিলারি হামলা চালিয়েছে রুশ বাহিনী। হামলায় অন্তত আটজন নিহত হয়েছে।
আহত হয়েছে কমপক্ষে চারজন। অঞ্চলের  গভর্নর পাভলো কিরিলেঙ্কো এই তথ্য জানান। খবর আল জাজিরার। 

প্রতিবেদনে বলা হয়েছে, গণপরিবহণের একটি স্টপেজে এই গোলাবর্ষণ ঘটে। যেখানে লোকেরা জমায়েত করে। হামলায় তিন শিশু আহত হয়। 
ইউক্রেনীয় প্রেসিডেন্টের চিফ অব স্টাফ আন্দ্রিই ইয়ারমাক বলেন, হামলাটি রাশিয়ার আরও একটি সন্ত্রাসী কার্যক্রম।
তিনি এসময় পুনরায় বিশ্বের অন্যান্য দেশগুলোকে  রাশিয়াকে যেন সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসেবে ঘোষণা করে তার আহ্বান জানান।  
ইতোপূর্বে রাশিয়া বেসামরিকদের ওপর হামলা ও যুদ্ধাপরাধের অভিযোগ অস্বীকার করে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযানের ঘোষণা দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।

এরপর আজ পর্যন্ত টানা ১৬৩ দিনের মতো চলছে দেশ দুইটির সংঘাত। এতে দুই পক্ষের বহু হতাহতের খবর পাওয়া যাচ্ছে। তবে যুদ্ধ বন্ধে এখন পর্যন্ত কোনো লক্ষণ নেই। 
উল্টো পূর্ব ইউক্রেনে দেশ দুইটির মধ্যে সংঘাত আরও বেড়েছে।

আপনার মন্তব্য ছেড়ে দিন